ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

‘ফাঁদে’ পড়ে আইএসআই-কে তথ্য পাচার, ভারতীয় সেনা আটক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৫, জানুয়ারি ১৩, ২০১৯
‘ফাঁদে’ পড়ে আইএসআই-কে তথ্য পাচার, ভারতীয় সেনা আটক ভারতীয় সেনা সদস্যের সংগৃহীত ছবি

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেমের ‘ফাঁদে’ পড়ে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-কে তথ্য পাচারের অভিযোগে এক সেনাকে আটকের তথ্য জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী। তাকে আদালতে উপস্থাপন করে গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করবেন। খতিয়ে দেখা হবে ওই সেনার বিরুদ্ধে ওঠা অভিযোগ।

সূত্র জানিয়েছে, আটক ওই সেনা যে তথ্য পাচার করেছেন তা ছিলো খুবই ‘স্পর্শকাতর’।

অভিযুক্ত ওই সেনা সদস্যের নাম সমবির।

রাজস্থানের জয়সালমিরে কর্মরত ছিলেন তিনি।

ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ‘অনিকা চোপড়া’ নামে ফেসবুকে যে অ্যাকাউন্টে তিনি নিয়মিত আলাপচারিতা চালাতেন তা মূলত পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই পরিচালনা করতো।

এদিকে ওই ঘটনার পর আর কোনো সেনা সদস্য এ ধরনের কোনো অ্যাকাউন্টে কথা ‘চালাচালি’ করছেন কি-না, তাও খতিয়ে দেখছে ভারতীয় সেনাবাহিনী।

এর আগে গত বছরের ফেব্রুয়ারিতে দেশটির বিমান বাহিনীর এক কর্মকর্তার বিরুদ্ধেও এক নারীকে সেনা সম্পর্কিত গোপন তথ্য দেওয়ার অভিযোগ উঠে।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৯
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।