ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

তালেবান হামলায় ২০ আফগান পুলিশ কর্মকর্তা নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:২০, নভেম্বর ২৭, ২০১৮
তালেবান হামলায় ২০ আফগান পুলিশ কর্মকর্তা নিহত আফগান পুলিশ বাহিনী, ছবি: সংগৃহীত

ঢাকা: আফগানিস্তানের পশ্চিমা ফারাহ প্রদেশে তালেবান হামলায় অন্তত ২০ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।

রোববার (২৫ নভেম্বর) বিকেলে প্রদেশটির লাশ ওয়া জোয়ান ডিস্ট্রিক্টের একটি পুলিশ ফাঁড়িতে এ হামলা চালানো হয়।

ফারাহ প্রাদেশিক কাউন্সিলের সদস্য দাদুল্লাহ কানেহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এ হামলায় প্রাদেশিক ডেপুটি চিফ পুলিশসহ চার সদস্য আহত হয়েছেন।

এছাড়া এ হামলায় পুলিশের নবনিযুক্ত জেলা চিফ নিহত হয়েছেন।

এদিকে, প্রাদেশিক কাউন্সিলের আরেক সদস্য আব্দুল সামাদ সালেহি বলছেন, ফাঁড়িতে নবনিযুক্ত ওই জেলা চিফকে পরিচয় করিয়ে দেওয়ার সময় হামলাটি চালানো হয়।

দেশটিতে প্রায় প্রতিদিনই সহিংসতার সৃষ্টি করে চলেছেন তালেবানরা। তাদের নিয়মিত হামলায় প্রাণ হারাচ্ছেন নিরাপত্তা বাহিনীর সদস্যসহ শত শত আফগান।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ