ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

মেক্সিকোর সীমান্তবর্তী রাজ্যের মেয়রকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১০

নুভো লারেডো: মেক্সিকোর সীমান্তবর্তী রাজ্য তামাওলিপাছ শহরের মেয়রকে রোববার হত্যা করেছে অজ্ঞাতনামা বন্দুকধারী। তাছাড়া গত সপ্তাহে একই শহরে ৭২ জন অভিবাসীকে হত্যা করে অজ্ঞাত বন্দুকধারীরা।



নাম প্রকাশ না করার শর্তে রাজ্যের ফৌজদারি কার্যালয় সূত্র জানায়, মেয়র মারকো এন্টোনিও লেল গার্সিয়া (৪৬) গাড়ি চালানোর সময় হামলার শিকার হয়। হামলায় তার চার বছরের মেয়েও গুরুতর আহত হয়েছে।

গত বছর মার্চে আগের মেয়রের বাসভবনে মেশিনগান ও গ্রেনেড হামলা করে সন্ত্রাসীরা। এতে মেয়র মারাত্মক আহত হলেও একজন পুলিশ কর্মকর্তা নিহত হন।

মাত্র ২৫হাজার  জনবসতির এই ছোট্ট শহরে কুখ্যাত মাদক ব্যবসায়ী দল ‘লস জেটাস’ নানা ধরনের অপকর্ম চালিয়ে আসছে। গত মঙ্গলবার তামাওলিপাছের একটি খামারে ৭২ জনকে হত্যা করেছে তারা। এই শহরে বোমা বিস্ফোরণসহ এরমধ্যে পাঁচবার আক্রমন করেছে তারা ।

বাংলাদেশ স্থানীয় সময়: ১০১৫ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।