ঢাকা, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে কেরালায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৬ ঘণ্টা, মে ২১, ২০১৮
নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে কেরালায় ৩ জনের মৃত্যু প্রতীকী ছবি

ভারতের দক্ষিণের রাজ্য কেরালায় নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে ভাই-বোনসহ তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (২১ মে) রাজ্যটির কোঝিকোদে জেলায় ভাইরাসে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। 

দেশটির স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে ভাই-বোনের মৃত্যু হয়। তাদের দেখতে হাসপাতালে দূর সম্পর্কের এক আত্মীয় যান।

ভাইরাসে আক্রান্ত হয়ে তারও মৃত্যু হয়।

কেরালার সরকারী দফতরের সংক্রামক রোগের অতিরিক্ত পরিচালক ডা. রিনা জানান, নিপা ভাইরাসে আরও আটজন আক্রান্ত হয়েছেন। তারা কোঝিকোদে মেডিকেল কলেজ হাসপাতালসহ আরও তিনটি হাসপাতালে চিকিৎসাধীন। আক্রান্তরা কোনো না কোনোভাবে মৃত তিনজনের সংস্পর্শে ছিলেন।

নিপা ভাইরাস মোকাবিলায় ভারতের ইউনিয়ন স্বাস্থ্যমন্ত্রী জে.পি. নাড্ডা ন্যাশনাল সেন্ট্রাল ফর ডিজিজ কন্ট্রোল (এনসিডিসি)’র নেতৃত্বে মেডিকেল টিম গঠনের নির্দেশ দিয়েছেন। তিনি রোববার (২০ মে) এক টুইট বার্তায় মেডিকেল টিমকে ভাইরাস আক্রান্ত জেলাগুলোতে গিয়ে ব্যবস্থা নিতে বলেছেন।  

১৯৯৮ সালে প্রথম মালয়েশিয়ায় নিপা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়। প্রথমে গৃহপালিত পশু এতে আক্রান্ত হয়। ২০০৪ সালে বাংলাদেশেও এই ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়।  

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, মে ২১, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।