ঢাকা, বুধবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

নিউইর্য়কের ব্রঙ্কসে ভবনে আগুন, নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৭
নিউইর্য়কের ব্রঙ্কসে ভবনে আগুন, নিহত ১২ নিউইর্য়কের ওই ভবনের ভয়াবহ অগ্নিকাণ্ড। ছবি: সংগৃহীত

ঢাকা: নিউইর্য়কের ব্রঙ্কসে একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ১২জনের প্রাণহানি ঘটেছে। একই সঙ্গে গুরতর আহত হয়েছেন আরও চারজন। 

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ব্রঙ্কস চিড়িয়াখানা ও ফোর্ডহ্যাম ইউনিভার্সিটির কাছে প্রসপেক্ট এভিনিউতে ওই ভবনটির অবস্থান।

ভবনের বাইরে ব্রিফিংয়ে নিউইর্য়ক সিটির মেয়র বিল দ্য ব্লাসিও সাংবাদিকদের জানান, অগ্নিকাণ্ডে ১২ জন নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন চারজন।

‘হতাহতদের মধ্যে শিশু ও বৃদ্ধ রয়েছেন। হতাহতদের মধ্যে সবাই ভবনটির বিভিন্ন তলার বাসিন্দা। ’

ব্রাঙ্কসের পাঁচ তলা ওই ভবনের তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তা ড্যানিয়েল নিগ্রো।  

এদিকে এ অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো বাংলাদেশি হতাহত হয়েছেন কিনা তা জানা যায়নি।  

বাংলাদেশ সময়: ০৯৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৭
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।