ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

পাকিস্তানে ঘন কুয়াশায় সড়ক দুর্ঘটনা, নিহত ১১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
পাকিস্তানে ঘন কুয়াশায় সড়ক দুর্ঘটনা, নিহত ১১ দুর্ঘটনায় দুমড়েমুচড়ে গেছে বাস, (ছবি: সংগৃহীত)

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের খানেওয়ালে ঘন কুয়াশার কারণে সড়ক দুর্ঘটনায় অন্তত ১১ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি আরও ২০ জনের মতো।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, একটি দ্রুত গতির যাত্রীবাহী বাস রাস্তার ধারে পার্কিং করা বড় মালবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুর্ঘটনার সৃষ্টি হয়।

স্থানীয় পুলিশ কর্মকর্তা তালাত মাহমুদ বলেন, যে জায়গাটিতে দুর্ঘটনা ঘটেছে সেটি মুলতান শহর থেকে ৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। মূলত ঘন কুয়াশার কারণে ঠিক মতো দেখতে না পারায় সংঘর্ষ ঘটেছে।

এই মৌসুমে দেশটিতে কুয়াশার প্রাদুর্ভাব অনেক বেশি থাকে।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।