ঢাকা, শুক্রবার, ২৯ ভাদ্র ১৪৩১, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯ রবিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

উত্তর কোরিয়া ইস্যুতে ট্রাম্প-পুতিন কথোপকথন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০২ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৭
উত্তর কোরিয়া ইস্যুতে ট্রাম্প-পুতিন কথোপকথন পুতিন-ট্রাম্প, (ফাইল ছবি)

উত্তর কোরিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্রের পরীক্ষার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কথা বলেছেন।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুই নেতার মধ্যে ফোনে কথোপকথনের বিষয়টি জানানো হয়েছে। কথা-বার্তায় গভীর উদ্বেগ জানিয়েছেন দুই রাষ্ট্রপ্রধান।

তারা ‘বিপদজ্জনক’ উত্তর কোরিয়ার হুমকি মোকাবেলায় একসঙ্গে কাজ করার ওপর জোর দেন। একে অন্যকে সহযোগিতার জন্য আলোচনা করেন।

পুতিন যুক্তরাষ্ট্রের শক্তিশালী অর্থনীতি ও বাজার ব্যবস্থার প্রশংসা করায় ট্রাম্প পুতিনকে ধন্যবাদ জানান।

এদিকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং ট্রাম্পের মধ্যকার কথার লড়াই আগের মতো অব্যাহত রয়েছে। এই কথা চালাচালি এখন ব্যক্তিগত পর্যায় পর্যন্ত গিয়ে ঠেকেছে। সবশেষ কিম জেরুজালেম’র স্বীকৃতি ইস্যুতেও ট্রাম্পের কড়া সমালোচনা করেন।

অন্যদিকে জাতিসংঘের নিষেধাজ্ঞাসহ আন্তর্জাতিক বিভিন্ন চাপ উপেক্ষা করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ছে উত্তর কোরিয়া। সবশেষ ষষ্ঠ ও সবচেয়ে শক্তিশালী পারমাণবিক পরীক্ষা করেছে দেশটি।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।