ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

নেপালে ভরাডুবির পথে ক্ষমতাসীনরা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪০ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৭
নেপালে ভরাডুবির পথে ক্ষমতাসীনরা নেপাল নির্বাচনের ফলাফল চার্ট।

ঢাকা: নেপালের নির্বাচনে ক্ষমতাসীন কংগ্রেসের ভরাডুবি ঘটছে। দলটির অনেক হেভীওয়েট ক্যান্ডিডেটই ইউএমএল ও মাওবাদী কেন্দ্রের গড়া বামজোটের অনেক অখ্যাত প্রার্থীর কাছে এরইমধ্যে ধরাশায়ী হয়েছেন।

নির্বাচন কমিশনের সর্বশেষ হিসাব ‍অনুযায়ী, এ পর্যন্ত ফেডারেল পার্লামেন্টের ৩৫টি আসনের জয়-পরাজয় নির্ধারণ হয়ে গেছে। এগুলোর মধ্যে ২২ আসনে জিতে সবার ‍উপরে অবস্থান নিয়েছে কমিউনিস্ট পার্টি অব নেপাল-ইউনাইটেড মার্কসিস্ট-লেনিনিস্ট (সিপিএন-ইউএমএল)।

৭ আসনে জিতে দ্বিতীয় অবস্থানে আছে তাদেরই নির্বাচনী মিত্র কমিউনিস্ট পার্টি অব নেপাল-মাওয়িস্ট সেন্টার (মাওবাদী কেন্দ্র)।

এর মানে, ঘোষিত ৩৫  আসনের ফলাফলে বাম জোটই পেয়েছে ২৯ আসন। আর মাত্র ৫ আসনে জিতে ভোট গণণার শুরুর মাঝপথে এসেই প্রতিদ্বন্দ্বিতা থেকে ছিটকে পড়েছে নেপালী কংগ্রেস। এদের বাইরে অন্যান্য দলের ভাগে গেছে মাত্র ১টি আসন।

এছাড়া ইউএমএল এগিয়ে আছে আরো ৫৭ আসনে। মাওবাদীদের এগিয়ে থাকা আরো ২৭ ‍আসন ধরলে বামজোটের এগিয়ে থাকা আসন সংখ্যা দাঁড়ায় ৮৪। এদের নিকটতম প্রতিদ্বন্দ্বী হলেও কংগ্রেস এগিয়ে আছে মাত্র ২১টি আসনে। বাকি ২০ আসনে এগিয়ে আছেন অন্যান্য দলের প্রার্থীরা।

প্রভিন্সিয়াল অ্যাসেম্বলির ফল ঘোষিত ৩৮ আসনের মধ্যে ৩১টিই ঝুলিতে পুরেছে বাম জোট। কংগ্রেস জিতেছে মাত্র ৩টি আসনে। অবশিষ্ট ৪টিতে অন্য দলের প্রার্থীরা। বামজোট ১৩০ আসনে এগিয়ে থাকলেও মাত্র ৪০টিতে এগিয়ে আছে কংগ্রেস।

কৃষ্ণপ্রসাদ সিতুয়ালাসহ কংগ্রেসের অনেক বাঘা বাঘা প্রার্থীও  হেরে যাচ্ছেন নির্বাচনে।

গত ২৬ নভেম্বর প্রথম দফার ভোট হয় নেপালে। দ্বিতীয় দফার ভোট হয় ৭ ডিসেম্বর। বর্তমানে সব আসনের ভোট গণনা চলছে। ভোট শেষ হওয়ার পর সব কেন্দ্র থেকে ব্যালট বাক্স নিয়ে এসে কেন্দ্রীয়ভাবে নেপাল নির্বাচনের ভোট গণনা করা হয়।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৭
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।