ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

‘কার্যকর’ হতে যাচ্ছে ট্রাম্পের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৭ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৭
‘কার্যকর’ হতে যাচ্ছে ট্রাম্পের নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা কার্যকর হলে সমস্যায় পড়বেন শিক্ষার্থীরাও। ছবি: সংগৃহীত

ঢাকা: ইরানসহ ছয়টি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা নিয়ে রুল জারি করেছেন দেশটির সুপ্রিম কোর্ট।

ফলে এ আদেশের আওতায় দেশগুলোর নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা ‘কার্যকর’ হতে পারে।  

কিন্তু চাঁদ, ইরান, লিবিয়া, সোমালিয়া, সিরিয়া ও ইয়েমেনের ভ্রমণেচ্ছুকদের এখনও আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে।

স্থানীয় সময় সোমবার (০৪ ডিসেম্বর) ৯ বিচারপতির মধ্যে সাতজন বিচারক নিম্ন আদালতের দেওয়া স্থগিতাদেশ বাতিল ঘোষণা করেন।  

এর আগে দায়িত্ব নেওয়ার পর গত জানুয়ারিতে ইরানসহ ছয়টি মুসলিম অধ্যুষিত দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়।  

তবে ট্রাম্পের সেই নিষেধাজ্ঞা আটকে দিয়েছিলেন দেশটির নিম্ন আদালত। সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আদেশে সেই নিষেধাজ্ঞা আংশিক তুলে নেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ০৮৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৭
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।