ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

স্পেনে ট্রেন লাইনচ্যুত হয়ে আহত ২১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
স্পেনে ট্রেন লাইনচ্যুত হয়ে আহত ২১ দুর্ঘটনাকবলিত ট্রেনের ফাইল ছবি

স্পেনের দক্ষিণে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ২১ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে দেশটির জরুরি বিভাগ।

স্থানীয় সময় বুধবার (২৯ নভেম্বর) সকাল ১০টার দিকে স্বল্প দূরত্বের ট্রেনটির তিন নম্বর বগি লাইনচ্যুত হলে এ দুর্ঘটনা ঘটে। তবে প্রাথমিক দুর্ঘটনার কারণ জানাতে পারেনি কর্তৃপক্ষ।

মালাগা থেকে সেভিলা রুটে চলাচলকারী ওই ট্রেনটির দুর্ঘটনার পর প্রকাশিত ছবিতে দেখা যায়, এর বগি লাইনচ্যুত হয়ে ট্র্যাক থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আর রেললাইনের উপর পানি জমেছে। তার আগে রাতভর বৃষ্টিতে এ রুটে ট্রেন চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।

এদিকে পানি ও কাদায় উদ্ধার অভিযান চালাতে বেগ পেতে হচ্ছে উদ্ধারকর্মীদের। ট্রেনটিতে ৭৯ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।

দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধারে স্প্যানিশ ট্রেন অপারেটর ‘রেনফি’ ঘটনাস্থলে উদ্ধারকারী ট্রেন পাঠিয়েছে। গুরুতর আহতদের সেভিলায় ভার্জিন ডি রোসিও হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩০০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।