ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

উৎক্ষেপণের পরপরই যোগাযোগ বিচ্ছিন্ন রাশিয়ার স্যাটেলাইট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
উৎক্ষেপণের পরপরই যোগাযোগ বিচ্ছিন্ন রাশিয়ার স্যাটেলাইট রাশিয়ার আবহাওয়া স্যাটেলাইট ‘মিটিওর-এম’

ঢাকা: উৎক্ষেপণের ঘণ্টাখানেক পরেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়লো রাশিয়ার আবহাওয়া স্যাটেলাইট ‘মিটিওর-এম’।

মঙ্গলবার (২৮ নভেম্বর) বাংলাদেশ সময় বেলা ১১টা ৪১ মিনিটে রকেটের মাধ্যমে স্যাটেলাইটটি মহাকাশে রওয়ানা হয়। পূর্ব রাশিয়ার ভস্টশ্‌নি রকেটবন্দর থেকে উৎক্ষেপণ কার্যক্রম পরিচালনা করা হয়।

কিন্তু ঘণ্টাখানেকের মধ্যেই মহাকাশযানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় উৎক্ষেপণটি ব্যর্থ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রস্‌কস্‌মসের পক্ষ থেকে জানানো হয়, যোগাযোগ স্থাপন করার প্রথম সেশনে কোনো রকম সফলতা দেখা যায়নি। মহাকাশযানটি এর সঠিক অক্ষপথেও অবস্থান করছে না।

জানা যায়, রকেটটির সঙ্গে আবহাওয়া স্যাটেলাইটের পাশাপাশি আরও কিছু ছোট আকৃতির স্যাটেলাইট যুক্ত ছিল।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
এনএইচটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।