ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

স্পেনে নাইট ক্লাবের ছাদ ধসে আহত ২২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
স্পেনে নাইট ক্লাবের ছাদ ধসে আহত ২২ নাইট ক্লাবের ছাদ ধসে গুহার মতো তৈরি হয়েছে

স্পেনের টেনেরিফি দ্বীপে একটি নাইট ক্লাবের ছাদ ধসে অন্তত ২২ জন আহত হয়েছেন। এতে হাড় ভেঙে যাওয়াসহ মারাত্মক আহত হওয়ায় অনেকের অবস্থা গুরুতর বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

স্থানীয় সময় রোববার (২৬ নভেম্বর) রাত আড়াইটা নাগাদ ‘বাটারফ্লাই গে ক্লাব’ নামে সমকামীদের ক্লাবটির ছাদ হঠাৎ ধসে পড়ে।

দ্বীপটির অগ্নিনির্বাপন বিভাগ থেকে প্রকাশিত ছবি ও ভিডিওতে ধসের ঘটনার ক্ষয়ক্ষতি ফুটে উঠেছে।

যাতে মনে হচ্ছে, ছাদ ধসে ওই ভবনে গুহা তৈরি হয়েছে।  

এক বিবৃতিতে অগ্নিনির্বাপক বিভাগ জানিয়েছে, ভবনটিতে অনুসন্ধান করে দেখা গেছে, ভেতরে কেউ আটকে নেই। আহত ২২ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।   

এছাড়া ক্ষতিগ্রস্ত ভবনটিতে ফের ধসের কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন কাউন্সিল কর্মকর্তারা।  

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad