ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে বিস্ফোরণে নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
চীনে বিস্ফোরণে নিহত ২ বিস্ফোরণের পর আশপাশের ভবন ধসে যায়

চীনের পূর্বাঞ্চলীয় বন্দর নগরী নিংগবোতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২ জন নিহত ও বেশ কয়েকজন আহতের খবর পাওয়া গেছে। কর্তৃপক্ষের বরাতে এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। 

নগরীর জিংগবি জেলায় রোববার (২৬ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৯টায় একটি কারখানায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আশপাশের বেশ কয়েকটি ভবন ধসের ঘটনাও ঘটেছে।

চীনের বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, অন্তত ৩০ জনকে আহতাবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর।

কী কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তা অনুসন্ধানে কাজ শুরু করেছেন তদন্ত কর্মকর্তারা।

গাড়ি প্রস্তুতকারী শিল্প এলাকা হিসেবে এলাকাটি বেশ পরিচিত।  

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।