ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

তাইওয়ানে আগুনে বিদেশিসহ ৯ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৩১, নভেম্বর ২৩, ২০১৭
তাইওয়ানে আগুনে বিদেশিসহ ৯ জনের মৃত্যু নিউ তাইপেই সিটি

তাইওয়ানের নিউ তাইপেই সিটিতে অগ্নিকাণ্ডে নয়জনের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছে আরও দু’জন।

বুধবার (২২ নভেম্বর) দিনগত রাতে শহরের ঝোংঘে এলাকার একটি অ্যাপার্টমেন্টে এ অগ্নিকাণ্ড হয়। ওই অ্যাপার্টমেন্টটিতে বেশিরভাগই বিদেশি শ্রমিকরা থাকছিলেন।

স্থানীয় ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট জানায়, রাত ৮টার দিকে হঠাৎ ভবনটির চতুর্থ তলায় অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে। এরপর তা পঞ্চম তলায়ও ছড়ায়। তবে ঘণ্টাখানেক পর আগুন নিভিয়ে ফেলা হয়।

পুলিশের ধারণা, অ্যাপার্টমেন্টের একজনের সঙ্গে ঝগড়া করে আরেকজন ঘরে আগুন ধরিয়ে দিয়েছিলেন বলে জানা গেছে। এই অভিযোগে ৪৯ বছর বয়সী একজনকে আটক করা হয়েছে।

তবে বিদেশি বা হতাহতদের জাতীয়তা নিশ্চিত করা যায়নি।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।