ঢাকা, সোমবার, ১৮ কার্তিক ১৪৩১, ০৪ নভেম্বর ২০২৪, ০২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৩ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৭
নাইজেরিয়ায় মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ৩০

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২১ নভেম্বর) স্থানীয় সময় ভোরের দিকে আদামাওয়া জেলায় মুসল্লিরা নামাজ পড়তে এলে ওই হামলা চালানো হয়।

পুলিশ কর্মকর্তা ওথমান আবুবকর জানান, বয়সে তরুণ আত্মঘাতী হামলাকারী মুসল্লিদের লক্ষ্য করে হামলাটি চালালে হতাহতের এ ঘটনা ঘটে।

এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার না করলেও আফ্রিকার এ অঞ্চলে এর আগে এ ধরনের হামলার পেছনে জঙ্গিগোষ্ঠী বোকো হারামের সম্পৃক্ততা পাওয়া যায়।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।