ঢাকা, রবিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

ইংল্যান্ডে মধ্যাকাশে প্লেন-হেলিকপ্টার সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৭
ইংল্যান্ডে মধ্যাকাশে প্লেন-হেলিকপ্টার সংঘর্ষ সংঘর্ষের পর এখানে ধ্বংসাবশেষ পড়ে থাকার কথা বলা হচ্ছে

ইংল্যান্ডের বাকিংহেমশায়ারের আকাশে একটি ছোট প্লেন ও হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। প্রাথমিক কোনো ধরনের প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি। 

বাকিংহেমশায়ার অগ্নি ও উদ্ধার সার্ভিস ঘটনাটি নিশ্চিত করে জানায়, জরুরি ব্যবস্থাপনা দল ঘটনাস্থলে পৌঁছেছে।  

আকাশপথে দুর্ঘটনা তদন্ত ব্রাঞ্চ জানিয়েছে, মধ্য আকাশে দুর্ঘটনার খবরে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, আইলবাড়ির ওয়াডেসডন গ্রামের কাছে সংঘর্ষের পর ধ্বংসাবশেষ নিচে পড়ার খবর জানান প্রত্যক্ষদর্শীরা। শুক্রবার (১৭ নভেম্বর) স্থানীয় সময় বেলা ১২টা ৬ মিনিটে সংঘর্ষের ওই ঘটনা ঘটে।

এদিকে কোনো কোনো সংবাদমাধ্যম ‘বেশ কয়েকজন হতাহতের’ খবর জানিয়েছে। তবে এ বিষয়ে কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।