ঢাকা, রবিবার, ২ আষাঢ় ১৪৩১, ১৬ জুন ২০২৪, ০৮ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

লাহোরে বোমা বিস্ফোরণে ১০ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
লাহোরে বোমা বিস্ফোরণে ১০ জন নিহত ছবি: বোমা বিস্ফোরণ (সংগৃহীত)

পাকিস্তানের লাহোরে পাঞ্জাব পরিষদ ভবনের সামনে আত্মঘাতী বোমা বিস্ফোরণে অন্তত দশজন নিহত হয়েছেন। যার মধ্যে পুলিশের একজন সিনিয়র কর্মকর্তাও রয়েছেন। এতে আহত আছেন ৩০ জনের মতো মানুষ।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এই ঘটনা ঘটে। ওই সড়কে স্থানীয় ব্যবসায়ীদের বিক্ষোভের সময় হঠাৎ-ই বোমা বিস্ফোরিত হয়।

পাঞ্জাব পুলিশ ও লাহোর ট্রাফিক বিভাগের ডিআইজি ক্যাপ্টেন (অব.) আহমেদ মুবিন এই বিস্ফোরণে নিহত হয়েছেন।

স্থানীয় পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন কয়েকজন আর আহতদের দ্রুতই উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তবে নিহতদের সংখ্যা ‍বাড়তে পারে আরও।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭/আপডেট ২০৩৬ ঘণ্টা
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।