ঢাকা, রবিবার, ২ আষাঢ় ১৪৩১, ১৬ জুন ২০২৪, ০৮ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

কাশ্মীরে বন্দুকযুদ্ধে নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
কাশ্মীরে বন্দুকযুদ্ধে নিহত ৭ কাশ্মীের বন্দুকযুদ্ধ, ছবি: সংগৃহীত

ভারতের উত্তরাঞ্চলের জম্মু-কাশ্মীর রাজ্যের কুলগাম জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধে অন্তত সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন বেসামরিক লোক, দুইজন সরকারি সৈন্য ও চারজন সন্ত্রাসী।

রোববার (১২ ফেব্রুয়ারি) ভোরে কুলগাম জেলার ইয়ারিপোরা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানায় স্থানীয় পুলিশ জানায়।

পুলিশ বলছে, শনিবার রাত থেকে নিরাপত্তা বাহিনী সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করে।

অভিযানের এক পর্যায়ে রোববার ভোরে সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তার বাহিনীর বন্দুকযুদ্ধ হয়। এতে নিহত ছাড়াও আরো তিন সৈন্য আহত হয়েছেন এবং জব্দ করা হয়েছে চারটি অস্ত্র।

দক্ষিণ কাশ্মীরের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) এস পি পানি জানান, গুলি বিনময়ের ঘটনায় একজন সাধারণ লোক, দুইজন সেনা সদস্য ও চারজন জঙ্গি নিহত হয়েছে।

নিহত জঙ্গিরা স্থানীয় বাসিন্দা এবং তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
টিআই

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।