ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

তুরস্কে বোমা হামলায় নিহত ২, আহত ১০

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৭
তুরস্কে বোমা হামলায় নিহত ২, আহত ১০ বোমা হামলা, ছবি: সংগৃহীত

ঢাকা: তুরস্কের ইজমির শহরের আদালতের পাশে একটি গাড়ি বোমা হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।

বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) এ হামলার ঘটনা ঘটে বলে দেশটির স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, নিহত দু’জনের মধ্যে এক পুলিশ কর্মকর্তা রয়েছেন।

আর রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা আনাদুলু জানায়, সরকারি নিরাপত্তা বাহিনীর সঙ্গে দুই হামলাকারী বন্দুকযুদ্ধ হলে দুই হামলাকারী নিহত হন।

বিস্ফোরণের পর আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা, ছবি: সংগৃহীতওই ঘটনায় আহত ১০ জনকে দেশটির পশ্চিমাঞ্চলে হাসপাতালে পাঠানো হয়েছে।

কে বা কারা এই হামলা চালিয়েছে প্রাথমিকভাবে তা জানা যায়নি। হামলার লক্ষ্যবস্তু কী ছিলো সেটাও স্পষ্ট নয়। তবে কুর্দি বিদ্রোহী গোষ্ঠী হামলাটি চালিয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। হামলার পরপরই ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে।

এদিকে, নতুন বছরের প্রথম প্রহরে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় ৩৯ জন নিহত হওয়ার ঘটনা ঘটে।

**তুরস্কে বোমা হামলায় আহত ৩

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৭
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।