ঢাকা, শনিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৭ জুলাই ২০২৪, ২০ মহররম ১৪৪৬

আন্তর্জাতিক

বছরের শেষ দিনে বিদায় নিচ্ছেন বান কি মুন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৬
বছরের শেষ দিনে বিদায় নিচ্ছেন বান কি মুন জাতিসংঘের বিদায়ী মহাসচিব বান কি মুন, ছবি: সংগৃহীত

ঢাকা: আর কয়েক ঘণ্টা পরেই ২০১৬ সাল শেষ হয়ে যাচ্ছে। একই সঙ্গে শেষ হচ্ছে জাতিসংঘের মহাসচিব দক্ষিণ কোরিয়ার নাগরিক বান কি মুনের নির্ধারিত মেয়াদ।

শনিবার (৩১ ডিসেম্বর) দিনগত রাতেই তিনি তার পদ থেকে সরে দাঁড়াবেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। আর এ পদে স্থলাভিষিক্ত হচ্ছেন পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী অ্যান্টনিও গুতেরেস।

মহাসচিবের দায়িত্বে থেকে শেষ সংবাদ সম্মেলনে বান কি মুন বলেন, তিনি তার দেশ দক্ষিণ কোরিয়ায় ফেরত যাবেন এবং দেশেকে সর্বোচ্চ দিয়ে সহযোগিতা করবেন।

এদিকে, দক্ষিণ কোরিয়ার পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন ২০১৭ সালে ডিসেম্বরে অনুষ্ঠিত হবে। সে নির্বাচনে তার প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে অংশ নেওয়ার কথা শোনা যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৬
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।