ঢাকা, রবিবার, ২৩ অগ্রহায়ণ ১৪৩১, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৫ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

বাগদাদে জোড়া বোমা হামলায় নিহত ১৮

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৩ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৬
বাগদাদে জোড়া বোমা হামলায় নিহত ১৮

ঢাকা: ইরাকের রাজধানী বাগদাদে জোড়া বোমা হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় অর্ধশত মানুষ। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শনিবার (৩১ ডিসেম্বর) সকালে বোমা হামলার ঘটনা ঘটে বলে স্থানীয় পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়।

কে বা কারা এই হামলা চালিয়েছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি এবং কোনো গোষ্ঠী দায়ও স্বীকার করেনি।

তবে হামলার পরপরই ঘটনাস্থলে পুলিশ গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৬

টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।