ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ঝাড়খণ্ডে কয়লাখনি ধসে পাঁচ শ্রমিকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৬
ঝাড়খণ্ডে কয়লাখনি ধসে পাঁচ শ্রমিকের মৃত্যু

ঢাকা: ভারতের ঝাড়খণ্ডের লালমাটিয়ায় কয়লাখনি ধসে প্রাথমিকভাবে পাঁচ শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখনও সেখানে অন্তত ৩০ জন শ্রমিক আটকা পড়ে আছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

শুক্রবার (৩০ ডিসেম্বর) সকালে হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, উদ্ধার অভিযানে পাঁচ শ্রমিকের মরদেহ বের করে আনা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) স্থানীয় সময় রাত সাড়ে ৮টা নাগাদ ঘটনাটি ঘটে গোড্ডা জেলার ইর্স্টান কোলফিল্ডস লিমিটেড (ইসিএল)-এর সেই কয়লাখনিতে।

রাজধানী রাঁচি থেকে যা ২৫০ কিলোমিটার দূরে।

খবর পেয়েই ঘটনাস্থলে জেলার পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল পৌঁছয়। খনির প্রজেক্টের জেনারেল ম্যানেজার সঞ্জয় সিং বলেন, এখন পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করে আনা হয়েছে, তবে ক্ষতবিক্ষত থাকায় তাদের পরিচয় পাওয়া যায়নি। অভিযান চলছে।

পুলিশ সুপার হীরালাল চৌহান জানান, স্থানীয় সূত্র থেকে খবর পাওয়া গেছে ভেতরে ১০-১২টি গাড়ি কাজ করছিল। তবে এর সঠিক সংখ্যা কত এবং কতজন শ্রমিক ধসের সময় ভেতরে ছিলেন, তা বলা যাচ্ছে না।

বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।