ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

দোরগোড়ায় মাইক্রো এটিএম নিয়ে যাবে ওলা-ইয়েস ব্যাংক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৩৪, ডিসেম্বর ৬, ২০১৬
দোরগোড়ায় মাইক্রো এটিএম নিয়ে যাবে ওলা-ইয়েস ব্যাংক

মাইক্রো এটিএম’র মাধ্যমে শিগগিরই দোরগোড়ায় টাকা পৌঁছে দিতে চলেছে ট্যাক্সি সংযোগকারী ওলা ও বেসরকারি ঋণদাতা ইয়েস ব্যাংক।

ঢাকা: মাইক্রো এটিএম’র মাধ্যমে শিগগিরই দোরগোড়ায় টাকা পৌঁছে দিতে চলেছে ট্যাক্সি সংযোগকারী ওলা ও বেসরকারি ঋণদাতা ইয়েস ব্যাংক।  

ওলা ও ইয়েস ব্যাংক গত সোমবার (০৫ ডিসেম্বর) ভারতে মোবাইল এটিএম সুবিধা চাল‍ু করেছে।

এতে যেকোনো ব্যাংকের কাস্টোমার প্রতি কার্ডে সর্বোচ্চ দুই হাজার টাকা তুলতে পারবেন। প্রাথমিকভাবে দেশটির ১০টি শহরে ইয়েস ব্যাংকের শাখা বা এটিএমের কাছাকাছি ৩০টি জায়গা থেকে ওলা ক্যাবের মাধ্যমে এ সুবিধা মিলবে।

এ নিয়ে ইয়েস ব্যাংকের সিনিয়র প্রেসিডেন্ট ও কান্ট্রি হেড রজত মেহতা বলেন, ওলার সঙ্গে মোবাইল সল্যুশনের ওপর আমরা কাজ করছি- এর মানে ক্যাব আপনার দোরগোড়ায় টাকা পৌঁছে দেবে। আমরা এই কাজের চূড়ান্ত পর্যায়ে রয়েছি এবং আশা করছি, আগামী সর্বোচ্চ সাত থেকে ১০ দিনের মধ্যে এ সুবিধা চালু হবে।  
   
এখন মানুষকে ক্যাবের কাছে আসতে হয়, কিন্তু এই সেবায় ক্যাবই মানুষের কাছে আসবে, যোগ করেন মেহতা।

বাংলাদেশ সময়: ০৫২৮ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৬
এসএনএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।