ঢাকা, সোমবার, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৩ জুন ২০২৪, ২৫ জিলকদ ১৪৪৫

আন্তর্জাতিক

বিশ্ব নেতাদের শুভেচ্ছায় সিক্ত ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৬ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৬
বিশ্ব নেতাদের শুভেচ্ছায় সিক্ত ডোনাল্ড ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় রিপাবলিকান পার্টির নেতা ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছায় সিক্ত করছেন বিশ্ব নেতারা।

ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় রিপাবলিকান পার্টির নেতা ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছায় সিক্ত করছেন বিশ্ব নেতারা।

বুধবার (০৯ নভেম্বর) বাংলাদেশ সময় বেলা পৌনে ২টার দিকে জয় পরবর্তী ভাষণের পরপরই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানান।

একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেছেন পুতিন।

ডেমোক্র্যাটিক দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিলারি ক্লিনটন নির্বচনী ফল মেনে নিয়ে ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে বিজয়ী ট্রাম্পকে এক শুভেচ্ছা বার্তায় বলেন, ‘ব্যবসা-বাণিজ্য, নিরাপত্তা ও প্রতিরক্ষার ক্ষেত্রে ব্রিটেন ও যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ বন্ধু হয়ে থাকবে। ’

এদিকে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াও তাকে শুভেচ্ছা জানান।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৬
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।