ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

ইরাকে বিদ্যুৎ জেনারেটর বিস্ফোরণে নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪১ ঘণ্টা, আগস্ট ৮, ২০১০
ইরাকে বিদ্যুৎ জেনারেটর বিস্ফোরণে নিহত ১৪

বসরা: ইরাকের দক্ষিণাঞ্চলের বন্দর নগরী বসরায় বিদ্যুৎ জেনারেটর বিস্ফোরিত হয়ে শনিবার রাতে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। দেশটির সরকারি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।



বসরার সদর হাসপাতালের একজন চিকিৎসা কর্মকর্তা জানান, শনিবার গ্রিনিচ সময় ১৬১৫টায় বসরার কেন্দ্রস্থল জনবহুল আশার মার্কেটে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন ১১০ জন।

বসরার পুলিশের মুখপাত্র কর্নেল আল জাইদি বলেন, “বিদ্যুৎ জেনারেটরের শর্ট সার্কিট থেকে বিস্ফোরণ হয়। ”

ইরাকে বেসরকারি উদ্যোগে সবার বিদ্যুৎ সুবিধার জন্য জেনারেটর ব্যবহার করা হয়। সরকারের বিদ্যুৎ সরবরাহের চেয়ে চাহিদা অনেক বেশি।

গ্রীষ্মকালে বিদ্যুৎ ঘাটতি হওয়ায় জনসাধারণের প্রতিবাদের মুখে গত জুন মাসে দেশটির বিদ্যুৎ মন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হন।

বাংলাদেশ স্থানীয় সময়: ০৪৩০ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ

welcome-ad