ঢাকা, সোমবার, ৬ আশ্বিন ১৪৩২, ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইরাকে ক্যাসিনো ও শপিং মলে হামলায় নিহত ৪৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৪৩, জানুয়ারি ১২, ২০১৬
ইরাকে ক্যাসিনো ও শপিং মলে হামলায় নিহত ৪৪

ঢাকা: ইরাকের রাজধানী বাগদাদসহ একাধিক স্থানে দফায় দফায় বোমা হামলায় অন্তত ৪৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও শতাধিক লোক।



সোমবার (১১ জানুয়ারি) বিকেলে থেকে রাত পর্যন্ত এসব হামলা চালানো হয়। সংশ্লিষ্ট সূত্রগুলোর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।

সংবাদমাধ্যম জানায়, রাতে রাজধানীর আল জাওহারা শপিং মলে গাড়ি বোমা বিস্ফোরণ ঘটিয়ে সশস্ত্র হামলা চালায় জঙ্গিরা। এতে ১৯ জন নিহত ও ৪৮ জন আহত হয়। জঙ্গিরা শপিং মলে বেশ কিছু লোককে জিম্মি করে। পরে নিরাপত্তা বাহিনী সব জঙ্গিকে হত্যা করে শপিং মল নিরাপদ ঘোষণা করে।

রাজধানীতে এ ধরনের পৃথক আরেকটি বোমা হামলায় নিহত হয়েছে আরও সাতজন। বেশ কিছু লোক আহতও হয়েছে। শপিং মলে হামলার দায় আইএস স্বীকার করলেও এই হামলার দায় স্বীকার করেনি কেউ।

এদিকে, রাজধানীর অদূরে দিয়ালা প্রদেশের মুকাদাদিয়া শহরে একটি জুয়ার আসরেও (ক্যাসিনো) হামলা চালায় জঙ্গিরা। তাদের দুই দফা বোমা হামলায় প্রাণ যায় ১৮ জনের। প্রথমে বোমা বিস্ফোরণের পর তাদের উদ্ধারে লোকজন ও চিকিৎসকরা এগিয়ে এলে তৃতীয় বোমাটির বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। এই হামলারও দায় স্বীকার করেনি কেউ।

সংবাদমাধ্যম বলছে, গত তিন মাসের মধ্যে সোমবারই সবচেয়ে বেশি প্রাণ‍ঘাতী হামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৬৪২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।