ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় দাবানলে ২ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৪, জানুয়ারি ১০, ২০১৬
অস্ট্রেলিয়ায় দাবানলে ২ জনের প্রাণহানি ছবি: সংগৃহীত

ঢাকা: অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলে ভয়াবহ দাবানলের ঘটনায় দুইজনের প্রাণহানি হয়েছে। এতে শতাধিক ঘরবাড়ি পুড়ে ভস্মীভূত হয়।

নিহত দু’জনই ফায়ার সার্ভিস কর্মী।

রোববার (১০ জানুয়ারি) দেশটির পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

দেশটির পশ্চিমাঞ্চলের ইয়ারলুপ এলাকা থেকে মৃতদেহ দুটি উদ্ধার করা হয়।

সম্প্রতি প্রচন্ড দাবদাহে ওই অঞ্চলে ৭১ হাজার হেক্টর বনভূমিতে অব্যাহতভাবে চলতে থাকা দাবানল নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে এই দু’জনের প্রাণহানি হয়।

প্রাথমিকভাবে দু’জনের পরিচয় জানা যায়নি। তবে দু’জনের বয়স ৭৩ ও ৭৭ বছর হবে বলে জানায় স্থানীয় পুলিশ।

বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।