ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

দিল্লিতে জেলা আদালত প্রাঙ্গণে গুলি, এক পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
দিল্লিতে জেলা আদালত প্রাঙ্গণে গুলি, এক পুলিশ নিহত ছবি: সংগৃহীত

ঢাকা: দিল্লিতে কারকারদুমা জেলা আদালত প্রাঙ্গণে একদল অজ্ঞাত বন্দুকধারী হামলা চালিয়েছে। এ ঘটনায় এক পুলিশ সদস্য নিহত ও দু’জন আহত হয়েছেন।



বুধবার (২৩ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ১১টায় (বাংলাদেশ সময় সাড়ে ১১টা) দিল্লির পূর্বাঞ্চলীয় কারকারদুমা জেলা আদালত প্রাঙ্গণে এ গুলির ঘটনা ঘটে বলে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানানো হয়।

এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে বলেও জানানো হয়েছে খবরে।

কর্তৃপক্ষের বরাত দিয়ে খবরে আরও জানানো হয়, আদালতে পুলিশ কনস্টেবল রাম কুমারকে এক মামলায় শুনানির জন্য আনা হলে ছয় রাউন্ড গুলি চালায় বন্দুকধারীরা। এ সময় ওই পুলিশ কনস্টেবল নিহত হন। তার দেহে তিনটি বুলেটের আঘাত পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।