ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে বিস্ফোরণে চার নিরাপত্তা কর্মী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২১, ফেব্রুয়ারি ৩, ২০১৫
পাকিস্তানে বিস্ফোরণে চার নিরাপত্তা কর্মী নিহত ছবি: সংগৃহীত

ঢাকা: পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিরাপত্তা বাহিনীর চার সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার খুররাম উপজাতীয় অঞ্চলে নিরাপত্তা বাহিনীর গাড়ি লক্ষ্য করে ওই হামলা চালানো হয়।



ডন অনলাইনের খবরে বলা হয়, হামলার পর ওয়ারমাগাই এলাকায় নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে তেহরিক-ই-তালেবানের (টিটিপি) শীর্ষ কমান্ডার গুল নিহত হয়।

খবরে পেয়ে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে এসে নিহতদের নিকটস্থ হাসপাতালে নিয়ে যায়। বিস্ফোরণে নিরাপত্তা বাহিনীর ব্যবহৃত গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে অভিযান চালাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।