ঢাকা, শনিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে টাগবোট উল্টে আট বিদেশিসহ নিহত ২২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৩, জানুয়ারি ১৭, ২০১৫
চীনে টাগবোট উল্টে আট বিদেশিসহ নিহত ২২ ছবি : সংগৃহীত

ঢাকা: চীনের পূর্বাঞ্চলের ইয়েংজে নদীতে টাগবোট ডুবিতে কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়ার উদ্ধতি দিয়ে বিবিসি অনলাইন এ খবর নিশ্চিত করেছে।



বৃহস্পতিবার জিয়াংসু রাজ্যের ঝানজিয়াং এর কাছে এ দুর্ঘটনা ঘটে। এদিন পরীক্ষামূলকভাবে বোটটি চালাতে গেলে উল্টে গিয়ে ২৫ জনের মধ্যে ২২ জনই মারা যান। বাকি তিনজনকে উদ্ধার করা হয়েছে।

নিহতদের মধ্যে আটজন বিদেশি রয়েছেন। এরা সিঙ্গাপুর, ভারত, মালয়েশিয়া এবং জাপানের নাগরিক।

শিনহুয়ার খবরে বলা হয়, ৩০ মিটার দৈর্ঘ্যের টাগবোটটি সিঙ্গাপুরে নিবন্ধিত। দুর্ঘটনার সময় জাহাজের মালিক এবং একদল ইঞ্জিনিয়ার জাহাজে ছিলেন। তারাও নিহত হয়েছেন।

শুক্রবার দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া ওয়াং চেনহুয়া নামের একজন জানান, তাদের দুর্ভাগ্য, প্রথম সমুদ্র যাত্রায় তারা দুর্ঘটনার মুখোমুখি হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।