ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩১, ০১ মে ২০২৪, ২১ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

আফগানিস্তানে পুঁতে রাখা বোমায় নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৪
আফগানিস্তানে পুঁতে রাখা বোমায় নিহত ৭ ছবি: সংগৃহীত

ঢাকা: ‍আফগানিস্তানে রাস্তার পাশে পুঁতে রাখা বোমায় সাতজন নিহত হয়েছেন। শনিবার (২০ ডিসেম্বর) দেশটির পূর্বাঞ্চলে এ ঘটনা ঘটে।



ডনের খবরে বলা হয়, রাস্তা দিয়ে পিকআপ ট্রাক চলাচলের সময় বোমাটি বিস্ফোরিত হয়। এতে গাড়ির ভেতরে থাকা সাত বেসামরিক নাগরিক নিহত হন। নিহতরা কুনার রাজ্যের রাজধানী আসাদাবাদ থেকে পাকিস্তানের সীমান্তবর্তী নারি জেলায় যাচ্ছিলেন।  

নারি পুলিশ প্রধান মোহাম্মদ ইউসুফ বলেন, গত রাতে নারী ও শিশুবাহী পিকআপ ভ্যানটি রাস্তার পুঁতে রাখা বোমায় মারাত্মকভাবে বিধ্বস্ত হয়েছে। এতে দুই শিশুসহ কমপক্ষে সাতজন নিহত হয়েছেন।

তিনি এই হামলার জন্য তালেবানকে দায়ী করেন।

এদিকে শুক্রবার প্রকাশিত জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়, চলতি বছর আফগানিস্তনে রেকর্ড সংখ্যক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নভেম্বরের পর্যন্ত
হিসেবে ৩ হাজার ১৮৮ জন নিহত ও ৬ হাজার ৪২৯ জন আহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।