ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩১, ১৪ মে ২০২৪, ০৫ জিলকদ ১৪৪৫

আন্তর্জাতিক

বুশ সবই জানতেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৪
বুশ সবই জানতেন ছবি: সংগৃহীত

ঢাকা: মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) ভয়ংকর সব নির্যাতনের বিষয়ে ‘সম্পূর্ণ অবগত’ ছিলেন তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ।

বৃহস্পতিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাতকারে বুশের সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি এমন কথা জানান।



তিনি বলেন, বুশ সবই জানতেন, তার জানার প্রয়োজন ছিল এবং তিনি জানতে চেয়েছিলেন।

যুক্তরাষ্ট্রে ৯/১১ হামলার পর সিআইএ সন্দেহভাজন সব বন্দিদের জিজ্ঞাসাবাদের কৌশল হিসেবে নির্মম সব পদ্ধতি বেছে নেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর)  দেশটির কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট প্রতিবেদনটি প্রকাশের পর বিশ্ব জুড়ে সমালোচনার ঝড় উঠে। বিশেষ করে বিশ্বের মানবাধিকার সংস্থাগুলো সিআইএ’র কঠোর সমালাচনা করে বিচার দাবি করেছে।

প্রতিবেদনে বলা হয়, ভয়ংকর কৌশলের মাধ্যমে জিজ্ঞাসাবাদে পাওয়া ভুল তথ্য দিয়ে আল-কায়েদা ও সন্ত্রাসী হুমকি সম্পর্কে হোয়াইট হাউস ও মার্কিন কংগ্রেসকে বিভ্রান্ত করেছিল সিআইএ।

সিনেটের প্রতিবেদনে আরো বলা হয়, সিআইএ জিজ্ঞাসাবাদ সম্পর্কে ভুল তথ্য দিয়ে তৎকারীল রাজনীতিকদের বিভ্রান্ত করেছিল।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।