ভারতের উত্তর প্রদেশের মথুরা জেলায় ৯০ বাংলাদেশি নাগরিককে আটক করার দাবি করেছে সেখানকার পুলিশ।
দি ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (১৬ মে) স্থানীয় নৌঝিল থানার খাজপুর গ্রামের একটি ইটভাটা এলাকা থেকে এসব বাংলাদেশিকে আটক করা হয়।
স্থানীয় প্রশাসনের দাবি, দীর্ঘদিন ধরে খাজপুর গ্রামে অবৈধভাবে বসবাস করছিলেন এসব বাংলাদেশি নাগরিক।
মথুরার পুলিশ সুপার (এসএসপি) শ্লোক কুমার জানান, অভিযানে বেশ কয়েকটি ইটভাটায় তল্লাশি চালানো হয়। সেখান থেকে আটক করা হয় ৩৫ জন পুরুষ, ২৭ জন নারী ও ২৮ জন শিশুকে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের বাংলাদেশি নাগরিক বলে স্বীকার করে এবং বৈধ কোনো পরিচয়পত্র দেখাতে পারেনি। পুলিশ আরও জানায়, তিন থেকে চার মাস আগে প্রতিবেশী রাজ্য হয়ে তারা মথুরায় প্রবেশ করেন।
আটকদের কাছ থেকে কিছু জাল আধার কার্ডও উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ। ধারণা করা হচ্ছে, ভুয়া নথির মাধ্যমে এসব কার্ড তৈরি করা হয়েছিল।
এ ঘটনায় সংশ্লিষ্ট ঠিকাদার ও অন্যান্য সহযোগীদের খুঁজে বের করতে অভিযান চলছে।
পুলিশ জানিয়েছে, পুরো ঘটনার পেছনের চক্র এবং অনুপ্রবেশের পদ্ধতি সম্পর্কে আরও তথ্য উদঘাটনের চেষ্টা চলছে। তদন্ত শেষ হলে বিস্তারিত জানানো হবে।
সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস, পিটিআই
এমজে