সংঘাতের ইতি না টানলে ভারত ও পাকিস্তান- দুই দেশের সঙ্গেই বাণিজ্য বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসে তিনি সাংবাদিকদের এমনটি জানান।
ট্রাম্প বলেন, আমাদের প্রশাসন ভারত ও পাকিস্তানের মধ্যে তাৎক্ষণিক ও সম্পূর্ণ যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করেছে। আমি মনে করি এটি একটি স্থায়ী যুদ্ধবিরতি। এর ফলে দুটি পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে একটি বিপজ্জনক যুদ্ধের অবসান ঘটেছে।
তিনি বলেন, দুই দেশেরই পাল্টাপাল্টি পদক্ষেপ দেখে মনে হচ্ছিল, তারা সহজে থামবে না। তবে আমি খুবই গর্বিত যে ভারত ও পাকিস্তানের নেতারা পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরেছে। আমরা এতে সাহায্য করেছি।
ট্রাম্প বলেন, তিনি বাণিজ্য ও শুল্কের মাধ্যমে এই সংঘাত নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
‘আমি বলেছিলাম, তোমাদের সঙ্গে আমরা অনেক ব্যবসা করব। চলো (লড়াই) বন্ধ করি। যদি তোমরা বন্ধ করো, আমরা ব্যবসা করব। অন্যথায় আমরা তোমাদের সঙ্গে কোনো ব্যবসা করব না। ’
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, তখন তারা থামতে রাজি হলো। তারা বিভিন্ন কারণে থেমে গিয়েছিল। তবে বাণিজ্য ছিল একটি বড় কারণ।
‘আমরা ভারত ও পাকিস্তানের সঙ্গে অনেক পরিমাণে বাণিজ্য করব। আমরা ভারতের সঙ্গে বাণিজ্য (ও শুল্ক) নিয়ে আলোচনা করছি। পাকিস্তানের সাথেও শিগগিরই আলোচনা করব। ’
ট্রাম্প বলেন, ‘আমরা পারমাণবিক যুদ্ধ বন্ধ করিয়েছি। এটি একটি ভয়াবহ পারমাণবিক যুদ্ধ হতে পারত। যাতে লাখ লাখ মানুষ মারা যেত। আমি এতে খুবই গর্বিত যে আমেরিকা যুদ্ধ বন্ধ করেছে। ’
শনিবার ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ঘোষণা দেন, ভারত ও পাকিস্তান একটি পূর্ণ এবং তাত্ক্ষণিক যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছে। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনা শেষে এটি সম্ভব হয়েছে।
আরএইচ