ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৮, এপ্রিল ২৮, ২০২৫
পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৭

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের দক্ষিণ ওয়াজিরিস্তানে শক্তিশালী বোমা হামলায় অন্তত ৭ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

সোমবার (২৮ এপ্রিল) স্থানীয় সময় বিকেল ৪টার দিকে ওয়ানা শহরের একটি শান্তি কমিটির কার্যালয়ে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতায় কার্যালয়ের বড় একটি অংশ ধসে পড়ে এবং অনেকেই ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে উদ্ধারকাজে নামে স্থানীয় বাসিন্দা ও জরুরি সেবা দল। আহত ও নিহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

এখনো পর্যন্ত কোনো ব্যক্তি বা সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। পুলিশ ও নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করেছে। বিস্ফোরকদ্রব্যসহ বেশ কিছু আলামত উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

দক্ষিণ ওয়াজিরিস্তান অঞ্চলটি দীর্ঘদিন ধরেই নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক-ই তালেবান পাকিস্তানের (টিটিপি) সক্রিয় ঘাঁটি হিসেবে পরিচিত। আফগান তালেবানের প্রতি আনুগত্যশীল টিটিপির সঙ্গে ২০২১ সালে পাকিস্তান সরকার একটি অস্ত্রবিরতির চুক্তি করেছিল।

তবে ২০২২ সালের নভেম্বরে সেই চুক্তি ভেঙে যাওয়ার পর থেকেই দেশটিতে টিটিপির হামলার ঘটনা বেড়ে যায়। বিশেষ করে ২০২৪ সাল ছিল পাকিস্তানের জন্য সবচেয়ে ভয়াবহ বছর। ওই বছর সন্ত্রাসী হামলার সংখ্যা ছিল ৪৪টি, যা আগের দশকের তুলনায় প্রায় ৪০ শতাংশ বেশি।

এই হামলাগুলোয় ৬৮৫ জন নিরাপত্তা সদস্য এবং ৯২৭ জন বেসামরিক নাগরিক প্রাণ হারান। অন্যদিকে সেনা-পুলিশের যৌথ অভিযানে নিহত হয় ৯৩৪ জন সন্ত্রাসী।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২৫
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।