ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে জুমার নামাজ চলাকালে বিস্ফোরণ, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২০, ফেব্রুয়ারি ২৮, ২০২৫
পাকিস্তানে জুমার নামাজ চলাকালে বিস্ফোরণ, নিহত ৩

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের নওশেরা জেলার এক মাদরাসায় জুমার নামাজ চলাকালে বিস্ফোরণে তিনজন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। খবর ডনের।

 

পাকিস্তানের জরুরি পরিষেবা সংস্থার রেসকিউ ১১২২ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে।

 রেসকিউ ১১২২-এর মুখপাত্র বিলাল ফাইজি ডন.কমকে জানান, অন্তত ২০ জন আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ডনের কেপি ব্যুরো প্রধান আলী আকবর জানান, নওশেরার হাসপাতালগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

কেপির ইন্সপেক্টর জেনারেল জুলফিকার হামিদ সামা টিভিকে জানান, প্রাথমিক তদন্ত অনুযায়ী, এটি একটি আত্মঘাতী বিস্ফোরণ মনে হচ্ছে। কয়েকজন আহত হয়েছেন এবং কয়েকজন নিহত হয়েছেন।

তিনি বলেন, মনে হচ্ছে মাওলানা হামিদুল হক ছিলেন এই হামলার লক্ষ্য।  

মাওলানা হামিদুল হক নিহত মাওলানা সামিউল হকের বড় ছেলে। সামিউল হক জমিয়ত উলামায়ে ইসলামের (এস) প্রধান ছিলেন। ওই মাদরাসার ওয়েবসাইট অনুযায়ী, ইসলামি চিন্তাবিদ মাওলানা আবদুল হক হাক্কানি ১৯৪৭ সালে মাদরাসাটি প্রতিষ্ঠা করেন।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।