ঢাকা, শুক্রবার, ১৭ আশ্বিন ১৪৩২, ০৩ অক্টোবর ২০২৫, ১০ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

বিশ্বকে কঠিন বার্তা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৫৩, জানুয়ারি ২১, ২০২৫
বিশ্বকে কঠিন বার্তা ট্রাম্পের শপথ অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েই ডোনাল্ড ট্রাম্প শান্তি রক্ষা ও মানুষকে ঐক্যবদ্ধ করার ইচ্ছার কথা জানিয়েছেন। গাজায় যুদ্ধবিরতির সাফল্যের প্রসঙ্গও নিজের ভাষণে টেনেছেন।

তবে গোটা বিশ্বের জন্য এটি ছিল একটি কঠিন ভাষণ। কেননা নিজের ভাষণে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার শক্তি ও সম্ভাবনার কথা তুলে ধরেন। যারা এই পথে বাধা দেবে, তাদের প্রতি হুঁশিয়ারিও উচ্চারণ করেন তিনি।

পানামা খাল এক নির্বোধ উপহার- এমনটি উল্লেখ করে ট্রাম্প বলেন, এটি আমাদের তৈরি করাই উচিত হয়নি। আমরা এটি চীনকে দিইনি। আমরা আবার এটি ফিরিয়ে নেব।

ভাষণে তিনি বলেন, পরবর্তী সময়ে মেক্সিকো উপসাগরকে গালফ অব আমেরিকা নামে পরিচিত করানো হবে।

নিজের নেতৃত্বে আমেরিকার সীমানা বাড়ানোর কথা বলেন ট্রাম্প। তবে দ্রুতই তার এই প্রসঙ্গ একটি প্রতিশ্রুতি দিয়ে শেষ হয়, যেখানে তিনি মঙ্গলগ্রহে আমেরিকার পতাকা গেঁথে দেওয়ার কথা বলেন।

শপথ অনুষ্ঠানে একটু দূরেই বসে থাকা প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক ট্রাম্পের এই মন্তব্যকে চওড়া হাসি দিয়ে স্বাগত জানান।

ট্রাম্প তার নির্বাহী আদেশে মাদক চক্র বা কার্টেলগুলোকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দেওয়ার কথাও বলেন।

নতুন মার্কিন প্রেসিডেন্ট তার শপথ পরবর্তী ভাষণে বিশ্ব অর্থনীতির সামনে শুল্ক আরোপের চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার বিষয়টিও তুলে ধরেন। ট্রাম্প বলেন, আমরা আমাদের নাগরিকদের ধনী করার জন্য অন্য দেশগুলোর ওপর শুল্ক ও কর আরোপ করব।

সূর্যের আলো পৃথিবীজুড়ে ছড়িয়ে পড়ছে- তার এই বিশ্বাসের সঙ্গে ভাষণের অন্যান্য কথার সঙ্গতি কোথায়, তা এখনো দেখার বাকি।

সোমবার বাংলাদেশ সময় রাত ১১টার দিকে ওয়াশিংটন ডিসির কংগ্রেস ভবনের ভেতরে ক্যাপিটল রোটান্ডায় তিনি শপথ নেন।

এই শপথ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। ছিলেন গত নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী প্রার্থী কমলা হ্যারিসও।

বাংলাদেশ সময়: ০১৩২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।