ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩২, ০৪ মে ২০২৫, ০৬ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৪, জানুয়ারি ১২, ২০২৫
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো

মেক্সিকোতে শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়েছে।  

স্থানীয় সময় রোববার (১২ জানুয়ারি) দুপুর ১২ টা ৩২ মিনিটে ভূকম্পনটি অনুভূত হয় বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি (এনসিএম)।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৪। মেক্সিকোর মিচোয়াকান উপকূলের কাছে  ভূমিকম্পটি আঘাত হেনেছে। এর উৎপত্তিস্থল ছিল ৯১ কিলোমিটার (৫৬.৫৪ মাইল) গভীরতায়।  

ভলকানো ডিসকভারির ওয়েবসাইটে বলা হয়েছে, মেক্সিকোর টেকোম্যানের কোলিমা থেকে ৩৮ মাইল দূরে মানজানিলোতে ‘খুব শক্তিশালী ৬.১ মাত্রার ভূমিকম্প’ আঘাত হানে।

তথ্যসূত্র: ডেইলি এক্সপ্রেস

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৫
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।