ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩২, ০৪ মে ২০২৫, ০৬ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

ব্রাজিলের সুপ্রিম কোর্ট চত্বরে বোমা বিস্ফোরণ, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৪, নভেম্বর ১৪, ২০২৪
ব্রাজিলের সুপ্রিম কোর্ট চত্বরে বোমা বিস্ফোরণ, নিহত ১

ব্রাজিলের রাজধানীত ব্রাসিলিয়ায় সুপ্রিম কোর্টের কাছে জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন।

 

স্থানীয় সময় বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় দেশটির রাজধানী ব্রাসিলিয়াতে এ ঘটনা ঘটে। খবর বিবিসির।

দেশটির সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, গতকাল সুপ্রিম কোর্টের অধিবেশন শেষে দুটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। আগুন জ্বলতে ও ধোঁয়া উড়তে দেখা যায়। এর পরপরই আদালত খালি করে ফেলা হয়। সেখানে থাকা মন্ত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

যে স্থানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা ‘থ্রি পাওয়ার্স প্লাজা’ নামে পরিচিত। সেখানে সুপ্রিম কোর্টের পাশাপাশি সংসদ এবং প্রেসিডেন্টের কার্যালয় অবস্থিত। ঘটনাস্থল থেকে সুপ্রিম কোর্ট মাত্র কয়েক ধাপ দূরে।

দেশটির ফেডারেল পুলিশ জানিয়েছে, এ হামলার ঘটনায় তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে।

ব্রাসিলিয়ার ডেপুটি গভর্নর জানিয়েছেন, এক ব্যক্তি আদালতে প্রবেশের চেষ্টা করলে তাকে বাধা দেওয়া হয়। আর তখনই এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।