ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ট্রাম্পের জয়ে যে প্রতিক্রিয়া জানাল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫০ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২৪
ট্রাম্পের জয়ে যে প্রতিক্রিয়া জানাল রাশিয়া

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ে তাকে  অভিনন্দন না জানালেও সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। ট্রাম্পের ইউক্রেন যুদ্ধ বন্ধ করার সেই বক্তব্যকে সামনে এনেছে মস্কো।

ট্রাম্পের জয়ের পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি বাসভবন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, যুক্তরাষ্ট্র এখনও বৈরি রাষ্ট্র। ট্রাম্প ইউক্রেন যুদ্ধ শেষ করার যে প্রত্যয় দেখিয়েছেন, সেটি বাস্তবে রূপ পাবে কিনা- সময়ই কেবল তা বলতে পারবে।

সাংবাদিকদের পেসকভ বলেন, ‘আমাদের ভুলে গেলে চলবে না যে আমরা একটি অবন্ধুসুলভ দেশকে নিয়ে কথা বলছি, যে দেশ প্রত্যক্ষ এবং পরোক্ষোভাবে আমাদের রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে জড়িত। ট্রাম্পের কথা কাজে পরিণত হবে কিনা সময় তা বলে দেবে। ’

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ট্রাম্প অভিনন্দন জানাবেন কিনা প্রশ্নে জানুয়ারিতে ট্রাম্পের প্রেসিডেন্টের অভিষেকের পর বিষয়টি নিয়ে ভাবা হবে বলে জানান পেসকভ।

তিনি বলেন, আমরা বারবারই বলে এসেছি যে, যুক্তরাষ্ট্র যুদ্ধ শেষ করতে অবদান রাখতে পারে। যদিও এটি রাতারাতি হবে না। যুক্তরাষ্ট্র বৈদেশিক নীতির গতিপ্রকৃতি বদলাতে পারে। আর সেটি যদি ঘটে তবে কীভাবে ঘটবে তা আমরা জানুয়ারির পর দেখব।

উল্লেখ্য, ট্রাম্প তার নির্বাচনি প্রচারের সময় নির্বাচিত হলে ইউক্রেন যুদ্ধ নিমেষেই বন্ধ করার কথা জোর দিয়ে বলে এসেছেন।

ভোটের আগে নির্বাচনী প্রচারণাগুলোতে তিনি অর্থনীতি, কর ও অভিবাসন নীতি নিয়ে ভোটারদের নানা প্রতিশ্রুতি দেন।  

নির্বাচনী প্রচারণায় ট্রাম্প প্রতিশ্রুতি দিয়ে বলেছিলেন, ভোটে জিতলে তিনি মূল্যস্ফীতির অবসান ঘটাবেন এবং আমেরিকাকে ফের সাশ্রয়ী করে তুলবেন। এ লক্ষ্যে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের জ্বালানি ও শক্তি উৎপাদনকে আরও সম্প্রসারিত করবেন।  

একইসঙ্গে, জ্বালানি খরচ যেন কম আসে, সেজন্য আর্কটিক মরুভূমির মতো এলাকাগুলোতে নতুন তেলকূপ খনন করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান ট্রাম্প।

অভিবাসন ইস্যুতে ট্রাম্প ব্যাপক প্রচারণা চালান। তিনি বলেছেন যে, ক্ষমতা হাতে পাওয়ার পর তিনি আইন করে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।

পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ট্রাম্পের অবস্থান একলা চলো অর্থাৎ বিচ্ছিন্নতার পক্ষে। বিশ্বের অন্যান্য স্থানের সংঘাত থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে রাখতে চান তিনি।

তিনি জানান, রাশিয়ার সাথে সমঝোতার মাধ্যমে ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেন যুদ্ধের ইতি টানবেন। ডেমোক্রেটদের দাবি, এ পদক্ষেপ ভ্লাদিমির পুতিনকে আরও শক্তিশালী করবে।

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।