ঢাকা, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

রাইসিকে শেষ বিদায় জানাচ্ছে তাবরিজ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৫, মে ২১, ২০২৪
রাইসিকে শেষ বিদায় জানাচ্ছে তাবরিজ

রাইসিকে শেষ বিদায় জানাতে তাবরিজের ইমাম খোমেনি মোসাল্লায় ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সামরিক কমান্ডারসহ লক্ষাধিক ইরানি জড়ো হয়েছেন। রাইসির মরদেহবাহী কফিনের সঙ্গে পদযাত্রা করছেন তারা।

 

তাবরিজের পর আজ মঙ্গলবার পূর্ব আজারবাইজানের কওমে এবং তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে রাইসিকে শেষ বিদায় জানাবে সাধারণ মানুষ। এরপর বুধবার সকালে তেহরান বিশ্ববিদ্যালয়ে হবে রাইসির আরেক বিদায় অনুষ্ঠান। একই দিন বিকেলে রাইসিকে শ্রদ্ধা জানাবেন ইরানের রাষ্ট্রীয় উচ্চ পর্যায়ের কর্মকর্তারা।  বৃহস্পতিবার দক্ষিণ খোরাসান প্রদেশে যাবে রাইসির মরদেহ। সেখানকার মাশহাদ শহরে চির নিদ্রায় শায়িত হবেন রাইসি।

তাবরিজের অনুষ্ঠানে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ ভাহদিদি বলেছেন, ইরান তার ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলেছে।

গত রোববার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান রাইসি ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানসহ ৯ জন।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, মে ২১, ২০২৪

এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।