ঢাকা, শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

অভিযান শেষে ফেরার পথে রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৪
অভিযান শেষে ফেরার পথে রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত

রাশিয়ার বিমান বাহিনীর একটি টুপোলেভ টিউ-টুয়েন্টি টু-এমথ্রি সুপারসনিক দীর্ঘ পাল্লার বোমারু বিমান বিধ্বস্ত হয়েছে।

পার্স টুডে জানিয়েছে, গতকাল শুক্রবার রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় স্টাভরোপল অঞ্চলে বিমানটি বিধ্বস্ত হয়।

এ তথ্য নিশ্চিত করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

রাশিয়া টুডে বলছে, প্রযুক্তিগত সমস্যার কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যুদ্ধমিশন শেষে ঘাঁটিতে ফেরার সময় বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। ফলে এ সময় বিমানে কোনো বোমা বা বিস্ফোরক ছিল না।

আঞ্চলিক গভর্নর ভ্লাদিমির ভ্লাদিমিরভ জানিয়েছেন, বিমানের এক ক্রু নিহত হয়েছেন তবে দুইজন নিরাপদে বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। বিমান ঘটনায় আরেক ক্রু নিখোঁজ রয়েছেন। রাশিয়ার এ কৌশলগত বিমানটি বিধ্বস্ত হওয়ার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এদিকে, ইউক্রেনের সামরিক বাহিনী দাবি করেছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা থেকে রুশ বিমানে হামলা চালানো হয়। ইউক্রেন সীমান্ত থেকে ৩০০ কিলোমিটার দূরে এই ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৪
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।