ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

ব্রাজিল উপকূলে ভেসে আসা নৌকায় মিলল ২০ মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৪
ব্রাজিল উপকূলে ভেসে আসা নৌকায় মিলল ২০ মরদেহ

উত্তর-পূর্ব ব্রাজিলের উপকূলে একটি নৌকায় অন্তত ২০টি পচে যাওয়া মরদেহ পাওয়া গেছে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

ব্রাজিলের ফেডারেল পাবলিক মিনিস্ট্রি রবিবার (স্থানীয় সময় ১৩ এপ্রিল) জানিয়েছে, উত্তর-পূর্বে ব্রাগান্সার প্যারার উপকূলে নৌকাটি পাওয়া গেছে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, নৌকায় অন্তত ২০টি মরদেহ পাওয়া গেছে, কিন্তু মরদেহ গুলো পচে যাওয়ায় নৌকায় ঠিক কতজন মারা গেছে তা পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি।

নৌকাটি প্যারার যে অঞ্চল থেকে উদ্ধার করা হয়েছে সে স্থানটি রাষ্ট্রীয় রাজধানী বেলেম থেকে ১৮৫ মাইল দূরে।  

এদিকে তদন্তকারীরা মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে জানিয়েছেন, নিহতরা ব্রাজিলের অদিবাসী নয়, তারা সম্ভবত ক্যারিবিয়ান অঞ্চল থেকে এসেছেন বলে ধারণা করা হচ্ছে।

অন্য দিকে  ব্রাজিলের স্থানীয় কর্তৃপক্ষ বলছে, এই সময়টাতে কোনো ব্রাজিলিয়ানের নিখোঁজ হওয়ার খবর তারা পাননি।  

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।