ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

মালবাহী জাহাজে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৬ ঘণ্টা, মার্চ ৭, ২০২৪
মালবাহী জাহাজে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৩

মালবাহী জাহাজে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত তিন জন নিহত হয়েছেন। গতকাল বুধবার এডেন উপসাগরে এই হামলার ঘটনা ঘটে।

এ ছাড়া এই হামলায় আহত হয়েছেন আরও অন্তত ৪ জন।  

মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম এই হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে। বিগত কয়েক মাস ধরে গুরুত্বপূর্ণ জলপথ লোহিতসাগর হয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলো লক্ষ্য করে হামলা চালিয়ে আসলেও হুতি হামলায় প্রাণহানির ঘটনা এই প্রথম। খবর আল জাজিরা

সেন্টকম এক বিবৃতিত জানিয়েছে,  বার্বাডোসের পতাকাবাহী ও লাইবেরিয়ায় নিবন্ধিত এমভি ট্রু কনফিডেন্সে  একটি  অ্যান্টি-শিপ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানলে অন্তত তিনজন ক্রু নিহত ও অন্তত চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।  জাহাজটিরও উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে, ক্রুরা জাহাজ ছেড়ে গেছে।  

এ নিয়ে বিগত দুই দিনে হুতিরা পঞ্চমবারের মতো অ্যান্টি-শিপ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাল।  

হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছন, ট্রু কনফিডেন্স জাহাজটির ক্রুদের আগেভাগেই সতর্ক করা হয়েছিল। কিন্তু তারা সেই সতর্কতা প্রত্যাখ্যান করায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র দিয়ে জাহাজটিতে হামলা চালানো হয়।

বাংলাদেশ সময়: ০৯৫৬ ঘণ্টা, মার্চ ০৭, ২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।