ঢাকা, বৃহস্পতিবার, ২৮ ভাদ্র ১৪৩১, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৮ রবিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রাশিয়ার গোয়েন্দা প্লেন ভূপাতিত করার দাবি ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৪
রাশিয়ার গোয়েন্দা প্লেন ভূপাতিত করার দাবি ইউক্রেনের

রাশিয়ার এ-৫০ নামের একটি সামরিক গোয়েন্দা প্লেন ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন।  

দেশটির সামরিক বাহিনীর দাবি, শুক্রবার রাশিয়ার রোস্তভ-অন-ডন এবং ক্রাসনোদরের মধ্যবর্তী স্থানে বিমানটিকে ভূপাতিত করতে সক্ষম হয়েছে তারা।

সমরস্থল থেকে ২০০ কিলোমিটার দূরে কানেভস্কয় জেলায় প্লেনটির  টুকরো খুঁজে পায় উদ্ধারকর্মীরা।  

তবে ইউক্রেনের এ দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।  

শনিবার (২৪ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

এ কৃতিত্বের জন্য সংশ্লিষ্ট সামরিক সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেনের বিমান বাহিনীর প্রধান মাইকোলা ওলেশচুক।  

টেলিগ্রামে তিনি লিখেছেন, ডিফেন্ডার ফাদারল্যান্ড দিবসে (রাশিয়ার সামরিক ছুটির দিবস) দখলকারীদের অভিনন্দন।

কিয়েভের দাবি, ভূপাতিত করা রুশ বিমানটি একটি দূরপাল্লার রাডার শনাক্তকারী বিমান (এডব্লিউএস), যা গোয়েন্দা কাজে ব্যবহার করত রাশিয়া।  

বাংলাদেশ সময়: ১১৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।