ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

ইরাকে ইরান সমর্থিত মিলিশিয়াদের ওপর হামলার কথা জানাল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৪
ইরাকে ইরান সমর্থিত মিলিশিয়াদের ওপর হামলার কথা জানাল যুক্তরাষ্ট্র মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন

যুক্তরাষ্ট্র বলছে, তাদের বাহিনী ইরাকে তিনটি স্থাপনায় হামলা চালিয়েছে। এসব স্থাপনা ইরান সমর্থিত মিলিশিয়াদের ছিল।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, কাতাইব হিজবুল্লাহ মিলিশিয়া গোষ্ঠী এবং অন্যান্য ইরান সমর্থিত গোষ্ঠীগুলিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। খবর বিবিসির।  

তিনি বলেন, ইরাক ও সিরিয়ায় যুক্তরাষ্ট্র ও জোটের মিত্রদের ওপর হামলার সরাসরি প্রতিক্রিয়া হিসেবে এ নিখুঁত হামলা চালানো হয়েছে।

গত সপ্তাহে পশ্চিম ইরাকের একটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকজন মার্কিন সেনা সদস্য আহত হন।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সে সময় বলেছিল, ইরান-সমর্থিত মিলিশিয়া গোষ্ঠী আমেরিকান সৈন্যদের লক্ষ্য করে আল আসাদ বিমানঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা চালায়।  

ইরাকে ইসলামিক রেজিস্ট্যান্স নামে পরিচিত একটি গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করে।

মার্কিন হামলা নিয়ে এক বিবৃতিতে অস্টিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কর্মকর্তাদের প্রশংসা করেন।  

বাংলাদেশ সময়: ০৮৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।