ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

পরমাণু প্রকল্পে চুক্তিবদ্ধ রাশিয়া ও ভেনিজুয়েলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১০

মস্কো: যৌথভাবে নতুন পরমাণু কেন্দ্র স্থাপনে চুক্তি বদ্ধ হয়েছে রাশিয়া ও ভেনিজুয়েলা। শুক্রবার সম্পাদিত চুক্তিটি বাস্তবায়িত হলে এটি হবে দণি যুক্তরাষ্ট্রের প্রথম পরমাণু জ্বালানি কেন্দ্র।



রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদভ এবং ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজ নিজ নিজ দেশের পক্ষে
চুক্তিতে স্বাক্ষর করেন।

এর আগে শাভেজ তার দেশের বেসামরিক পরমাণু কর্মসূচির উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন।

রাশিয়ার পরমাণু কেন্দ্র রুস্তমের প্রধান সার্গি কিরিয়েনকোর উদ্বৃতি দিয়ে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, জ্বালানি কেন্দ্রটি চালু হতে দশ বছর সময় লাগবে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৮১০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।