ঢাকা, শুক্রবার, ১১ আশ্বিন ১৪৩২, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

চীনে কয়লা খনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৮, সেপ্টেম্বর ২৫, ২০২৩
চীনে কয়লা খনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬

দক্ষিণ-পশ্চিম চীনের গুইঝো প্রদেশে একটি কয়লা খনিতে ভয়াবহ আগুনে ১৬ জন নিহত হয়েছেন।  অগ্নিকাণ্ডের ঘটনার পর পানঝৌ শহরের সমস্ত কয়লা খনি একদিনের জন্য উৎপাদন স্থগিত করা হয়েছে ।

 

রোববার(২৫ সেপ্টেম্বর) সকালে সানজিয়াওশু কয়লা খনিতে আগুনের সূত্রপাত হয় বলে পানঝৌ সিটি সরকার রোববার রাতে তাদের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল। এতে জানানো হয়, প্রাথমিকভাবে ধরণা করা হয় কনভেয়ার বেল্টে আগুন লেগেছিল এবং আগুনের ফলে ১৬ জন লোক খনিতে আটকা পড়েছিল। তবে আগুন নিভিয়ে ফেলার পর খনির তাপমাত্রা স্বাভাবিক অবস্থায় ফিরে আসলেও, প্রাথমিক যাচাইয়ের পর ওই ১৬ জনের কোনও সাড়া পাওয়া যায়নি।

অগ্নিকাণ্ডে ঠিক কী পরিমাণ ক্ষতি হয়েছে বা কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে সে সম্পর্কে বিজ্ঞপ্তিতে কোনো তথ্য ছিলো না।

গত মাসে দেশটির উত্তরাঞ্চলীয় শানজি প্রদেশে একটি কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত হয়েছিলেন।  

চীনের সরকারি পরিসংখ্যান অনুযায়ী দেশটিতে গত বছর ১৬৮টি খনি দুর্ঘটনায় ২৪৫ জন মারা গেছে।

 

বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৩

এমএম
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।