ঢাকা, শুক্রবার, ২৫ আশ্বিন ১৪৩২, ১০ অক্টোবর ২০২৫, ১৭ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

চীনে টাইফুনের আঘাত, সরিয়ে নেওয়া হলো ২ লাখ ৩০ হাজার মানুষকে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১৭, জুলাই ১৮, ২০২৩
চীনে টাইফুনের আঘাত, সরিয়ে নেওয়া হলো ২ লাখ ৩০ হাজার মানুষকে

চীনে শক্তিশালী টাইফুন ‘তালিম’ আঘাত হেনেছে। সোমবার (১৭ জুলাই) দেশটির গুয়ানডং প্রদেশে টাইফুনটি আঘাত হানে।

টাইফুনের কারণে সম্ভাব্য ক্ষতি এড়াতে প্রায় ২ লাখ ৩০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। খবর বিবিসি।

‘তালিম’ চলতি বছরে চীনে আঘাত হানা চতুর্থ টাইফুন। উপকূলে আছড়ে পড়ার সময় এর গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ১৪০ কিলোমিটার (৮৭ মাইল)।

এদিকে ঝড়ের কারণে উপকূলে জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। প্রচণ্ড বাতাস ও বৃষ্টির কারণে শত শত ফ্লাইট-ট্রেন বাতিল করা হয়েছে।

ভিয়েতনামেও আঘাত হেনেছে টাইফুন ‘তালিম’। দেশটি বলেছে, কুয়াং নিন এবং হাই ফং অঞ্চল থেকে প্রায় ৩০ হাজার লোককে সরিয়ে নেওয়া হয়েছে।

চীনের আবহাওয়া প্রশাসন বলছে, টাইফুনটি মঙ্গলবার সকালের মধ্যে গতি হারাতে পারে। পরে বুধবার উত্তর ভিয়েতনামের ওপর দুর্বল হয়ে আছড়ে পড়তে পারে।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, গুয়াংডং থেকে যাদের সরিয়ে নেওয়া হয়েছে তাদের মধ্যে আট হাজারেরও বেশি মৎসজীবী রয়েছে। তাদের উপকূলে নিয়ে আসা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।