ঢাকা, মঙ্গলবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাজ্যে ১১ বছরে প্রথমবার বাড়ির দাম কমল 

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, জুন ৭, ২০২৩
যুক্তরাজ্যে ১১ বছরে প্রথমবার বাড়ির দাম কমল 

যুক্তরাজ্যে গত ১১ বছরে এই প্রথম বাড়ির দাম কমেছে। ঋণদাতা প্রতিষ্ঠান হ্যালিফ্যাক্সের প্রকাশ করা উপাত্ত থেকে এই খবর জানা গেছে।

দেশটিতে ক্রমবর্ধমান ঋণের খরচ ক্রেতাদের প্রভাবিত করছে। খবর আল জাজিরা।

বুধবার হ্যালিফ্যাক্স বলেছে, আগের বছরের মে মাসের তুলনায় চলতি বছরের মে মাসে সম্পত্তির গড় মূল্য ১ শতাংশ কমে যায় এবং যা আগস্টের সর্বোচ্চ থেকে ৭ হাজার ৫০০ ডলার কম।
 
হ্যালিফ্যাক্সের বন্ধকি বিভাগের পরিচালক কিম কিনায়ার্ড বলেন, উচ্চ সুদের হার বাড়ির দামের ওপর চাপ বাড়াতে পারে।

এক বিবৃতিতে তিনি বলেন, এই বছরের প্রথম ত্রৈমাসিকে হাউজিং মার্কেটে আমরা যে সংক্ষিপ্ত উত্থান দেখেছি, তা ম্লান হয়ে গেছে, উচ্চ সুদের হারের প্রভাব ধীরে ধীরে পরিবারের বাজেটে এবং বিশেষ করে স্থির হারে বন্ধক সংক্রান্ত চুক্তির সমাপ্তি ঘটছে।

সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস গত সেপ্টেম্বরে যুক্তরাজ্যের অর্থনীতির উন্নতির প্রয়াসে বড় কর কমানোর পর বাড়ির দাম বেড়ে গিয়েছিল। কিন্তু তার ঘোষণা দেশকে নাড়া দিয়েছিল এবং আর্থিক অশান্তি শুরু করেছিল।
 
বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, জুন ৭, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।